![]()
২০২৬ বিশ্বকাপের দামামা বাজার আগেই নির্ধারিত হয়ে গেল ২০৩০ বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের ফাইনালের ভেন্যু। ২০৩০ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনে। সোমবার (২৬ জানুয়ারি) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান এই তথ্য নিশ্চিত করেছেন।
মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ফাইনালের ভেন্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই মরক্কো ও স্পেনের মধ্যে এক ধরনের লড়াই চলছিল। তবে সোমবার সংবাদমাধ্যমকে রাফায়েল লুজান স্পষ্ট করে বলেন, ‘স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’
তবে কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলেননি লুজান।
এদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলোর জোরালো দাবি, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ঐতিহাসিক ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামেই হবে ফাইনাল। এছাড়া বার্সেলোনার নবনির্মিত ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামটিও ফাইনালের ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম (ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার)।
২০৩০ সালের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ। এই আসরটি হবে তিনটি মহাদেশ জুড়ে। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী এবং বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
বাংলাদেশ সময়: ১১:৪০:১১ ৮ বার পঠিত