![]()
নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপিকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমিরের বক্তব্যকে উদ্ধৃত করে বলেছেন, আপনারা এখনই মাথা গরম করবেন না। মাঘ মাসে যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন?
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেরপুরের একটি ঘটনার উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেরপুরের শ্রীবরদীতে বিএনপি প্রার্থীর সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর একজন নেতা শহীদ হয়েছেন।’ তিনি মন্তব্য করেন, ‘অনুষ্ঠানে আসবে পরে, বসবে সামনে, এসব কারা করে, তা দেশের মানুষ জানে।’
সরকার প্রধান, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জামায়াত নেতা বলেন, ‘এই ঘটনার যদি আর কোনো পুনরাবৃত্তি ঘটে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না, সেটি প্রশ্নবিদ্ধ হবে। এই হানাহানি যদি শুরু হয়ে যায়, আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না।’
হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করবেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩৭ ১২ বার পঠিত