শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন। বেইজিং সফরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। খবর স্কাই নিউজের।

প্রতিবেদন মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চীন তাদের ভিসা-মুক্ত তালিকায় যুক্তরাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইউরোপের অনেক দেশের মতো একই সুবিধা পেল ব্রিটেন।

নতুন এই ব্যবস্থায় ব্রিটিশ নাগরিকরা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন চীনে থাকতে পারবেন, কোনো ভিসা ছাড়াই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকদের চীন যেতে হলে ভিসা নিতে হয়। এজন্য আবেদন কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে হয় এবং পুরো প্রক্রিয়াটি বেশ জটিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই ঝামেলা আর থাকবে না।

তবে এই ভিসা-মুক্ত সুবিধা ঠিক কবে থেকে চালু হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য দুই বছরের চীনা ভিসার খরচ শুরু হয় ১৩০ পাউন্ড থেকে। পাঁচ ও দশ বছরের ভিসার ক্ষেত্রে খরচ আরও বেশি।

২০১৮ সালে থেরেসা মে–র পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করলেন স্যার কিয়ার স্টারমার। সফর শেষে তিনি বলেন, চীনের মতো বড় অর্থনীতির দেশে ব্রিটিশ ব্যবসায়ীদের উপস্থিতি বাড়ানোর দাবি অনেক দিন ধরেই ছিল।

শি জিনপিং ও কিয়ার স্টারমারের বৈঠকের পর চীনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও যাতায়াত আরও সহজ করা উচিত।

স্কাই নিউজ জানায়, বর্তমানে চীনের ভিসা-মুক্ত নীতির আওতায় প্রায় ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব ও রাশিয়াও আছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৩   ৯ বার পঠিত