![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে থাকা স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত স্বামী রবিউল ইসলামের (২৬) বিরুদ্ধে। শুক্রবার(৩০ জানুয়ারি) জুম্মার নামাজের সময় উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত রবিউল ইসলাম জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউলের স্ত্রী সানজিদা আক্তার বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জের চরলোটাবর এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আজ দুপুরে রবিউল তাকে বাড়িতে ফিরিয়ে নিতে আসেন। তবে সানজিদা তার সাথে যেতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রবিউল সাথে থাকা ফল কাটার ছুরি দিয়ে সানজিদার গলার পেছনে সজোরে আঘাত করেন। সানজিদার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রবিউলকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
আহত সানজিদাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
মাদারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রবিউল ইসলাম বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:২১:১১ ২৭ বার পঠিত