
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত এ সশস্ত্র বাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই ক্যাম্প স্থাপন করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জালকুড়ি এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) স্থায়ী ক্যাম্পে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং ঢাকা জেলার একাংশের সতেরোটি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
বিজিবির এ কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতায় ১৩টি সংসদীয় আসনের মোট ১৯২১টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং ইতোমধ্যে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি ঢাকা সেক্টরের আওতায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া এবং সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং উপজেলার পার্থক্য অনুযায়ী ২ থেকে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।”
এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় “কুইক রেস্পন্স ফোর্স” প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঢাকা সেক্টরের অধীনে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের প্রত্যেক সদস্যগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ২২:২৯:১৩ ৬ বার পঠিত