বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি হলো মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল। আমরা মুক্তিযোদ্ধাদের দল। এই দলটি প্রতিষ্ঠা করেছেন এদেশের স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।

তিনি বলেন, আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নতুন রূপে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে। তারা দাবি করছে—তাদের দলে একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছেন এবং আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে।
বাস্তবে এসব দাবি জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক পরিচয়ে বাংলাদেশি এবং সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকারভোগী—এটাই বিএনপির অঙ্গীকার। সব ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপিই গণমানুষের দল, যারা বাংলাদেশের পক্ষে নীতি, কর্মসূচি, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি করে।

জনসভায় জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ
বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক
দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার
নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির
আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
শেরপুরের হত্যাকাণ্ডের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে : নাছির উদ্দীন নাছির
দেশের সব ধর্ম-বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে : সালাহউদ্দিন আহমদ
খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কারো সঙ্গে আপস করেননি : আবুল কালাম
রাজনীতি কৌশলের খেলা, খুনাখুনি নয়: জোনায়েদ সাকি
সেন্টমার্টিন ও সি-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ