শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের

বগুড়ার শেরপুরে পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের সাথে থাকব। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সব সময় বিএনপির পাশে ছিলেন।
এবারও থাকতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে।’ বিএনপিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়ার শেরপুরে তার গাড়িবহর থামিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় তারেক রহমান বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে বিজয়ী করার আহ্বান জানান। পরে তিনি দলীয় প্রার্থী সিরাজের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

দলীয় সূত্র জানায়, শেরপুরে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে এ পথসভা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, আব্দুল মোমিন, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ কাওসার আহম্মেদ কলিংসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে শনিবার দুপুর ১২ টায় শাজাহানপুর উপজেলায় একটি পথসভা ও সকাল ১০ টায় বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বৈঠকে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভা শেষে দুপুর ২টার পর তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশে বগুড়া ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৭   ৯ বার পঠিত