
সোনারগাঁ প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১০৪নং কান্দারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সরকারের স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্হা নেওয়ার জন্য সভাপতি আব্দুর রহমান সরকার ২০ই জুন সোমবার সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সরকারের স্বাক্ষর নকল করে ১৬ই জুন বৃহস্পতিবার সোনালী ব্যাংক মোগরাপাড়া শাখা থেকে ২১৫০০/ টাকা উত্তোলন করেন। এ ব্যাপারে সভাপতি আব্দুর রহমান সরকার স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে টাকা উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে সভাপতি আব্দুর রহমান সরকার ব্যাংকে এসে খুঁজ নিয়ে নিশ্চিত হন যে তার সই জাল করে টাকা উত্তোলন করা হয়েছে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন যে, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন স্কুলের হাজিরা খাতায় সই করে অফিসের নাম বলে তিনি স্কুল থেকে বের হয়ে যান। এতে স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে ফোন দিলে তিনি দুর্নীতির ব্যাপারে সদুত্তর না দিয়ে ফোন কেটে দেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সরকার বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্হা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:১১:৩৪ ৬৯ বার পঠিত