স্থানীয় সরকারের অধীন ১৩৩টি প্রতিষ্ঠানে ভোট ২৮ ডিসেম্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকারের অধীন ১৩৩টি প্রতিষ্ঠানে ভোট ২৮ ডিসেম্বর
রবিবার, ১২ নভেম্বর ২০১৭



---স্থানীয় সরকারের অধীন দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান আজ রবিবার জানান, মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্যে আজ কমিশন একটি নির্দেশনা পাঠিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন পদে সাধারণ ও উপনির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন স্থানীয়ভাবে রিটার্নিং অফিসাররা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।

তিনি জানান, ১৩৩টির মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৯১ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহাকারী সচিব ফারহাদ হোসেন জানান, বন্যার কারণে অর্ধশত এলাকায় নির্বাচন করা সম্ভব হয়নি। এছাড়া মামলাসহ অন্যান্য আইনি জটিলতার কারণেও কিছু নির্বাচন হয়নি। এছাড়া জামালপুরের বকশীগঞ্জ, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, যশোরের বেনাপোলের ৪টি পৌরসভায় মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সে নির্বাচনগুলো এখন সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:২৪:৫৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ