নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুস্তাফিজুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুস্তাফিজুর রহমান
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



---ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

সোমবার বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন।

প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেন সমাজবিজ্ঞান বিষয়ে। এরপর তিনি রুরাল সোসিওলজির উপর এমএ করেন ফিলিপাইন থেকে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান নিয়োগ পাওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট পূর্বতন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের মেয়াদ শেষ হওয়ার পর কে হচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এ নিয়ে নানামুখী তৎপরতা শুরু হয়েছিল। অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর নিয়োগের মাধ্যেমে এ তৎপরতার অবসান হলো। উপাচার্য মোহিত উল আলমের মেয়াদ শেষে এ বছরের ১২ আগস্ট থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেজারার এএমএম শামসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৪   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ