ফতুল্লা হাজীগঞ্জ থেকে জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা হাজীগঞ্জ থেকে জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী গ্রেফতার
শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭



---নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও বেশ কিছু দলীয় কিছু প্রকাশনা।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে জেলা জামায়াতের আমীর নিজ বাড়িতে নেতা কমীদের নিয়ে একত্রিত হয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তারপর তল্লাশী শুরু করে। মানবতা বিরোধী জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেলসহ ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামাত নেতাদের নিয়ে লেখা বই এবং দলীয় বিভিন্ন রকম প্রকাশনাসহ ১৩ জনকে ওই বৈঠকে উপস্থিত পাওয়া যায়। এসময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা আমীর মাওলানা মাঈনউদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মানিক বেগ, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন, বশিরুল হক ভূইয়া, নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, কফিল উদ্দিন, মাওলানা মো: কাইয়ুম, শহিদ ও জাকির হোসেন।

গ্রেফতারের আগে আসামীদেরকে নামাজ আদায় করার সুযোগ দেয়া হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনউদ্দিনের ইমামতিতে নিজ বাড়ির এক কামরায় তারা নামাজ আদায় করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি কামাল হোসেন জানান।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৯   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ