নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও বেশ কিছু দলীয় কিছু প্রকাশনা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে জেলা জামায়াতের আমীর নিজ বাড়িতে নেতা কমীদের নিয়ে একত্রিত হয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তারপর তল্লাশী শুরু করে। মানবতা বিরোধী জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেলসহ ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামাত নেতাদের নিয়ে লেখা বই এবং দলীয় বিভিন্ন রকম প্রকাশনাসহ ১৩ জনকে ওই বৈঠকে উপস্থিত পাওয়া যায়। এসময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা আমীর মাওলানা মাঈনউদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মানিক বেগ, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন, বশিরুল হক ভূইয়া, নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, কফিল উদ্দিন, মাওলানা মো: কাইয়ুম, শহিদ ও জাকির হোসেন।
গ্রেফতারের আগে আসামীদেরকে নামাজ আদায় করার সুযোগ দেয়া হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনউদ্দিনের ইমামতিতে নিজ বাড়ির এক কামরায় তারা নামাজ আদায় করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি কামাল হোসেন জানান।
বাংলাদেশ সময়: ২২:৩০:২৯ ৫২০ বার পঠিত