আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া গৌরবের: ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া গৌরবের: ইউএনও
শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭



---নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, শিশুদের জগতটা পুরোপুরিই ভিন্ন, এরা এদের মতো করে বেড়ে উঠবে, কোনভাবেই এদের উপর কোন বিষয়ে চাপ প্রয়োগ করা যাবে না। কেউ ছবি আঁকবে, কেউ গান করবে, কেউ নৃত্য করবে এগুলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই ওদের মেধার বিকাশ ঘটবেনা। পরীক্ষায় এ প্লাস পাওয়া যতটা না গৌরবের তার চেয়ে বেশি গৌরব শিশুরা যখন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে। সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত ওদের কে সেভাবে গড়ে তোলার পথ তৈরী করে দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সালমা সুলতানা, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সমাজ সেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মিজানুর রহমান, টাচ্ষ্টোন স্কুলের অধ্যক্ষ সেলিনা সুলতানা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কারী মোঃ ওবায়েদুল্লাহ। ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩জন পরীক্ষার্থীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব গাজী।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩১   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ