বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
১৯. তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের নিকট এসেছে। তোমরা যদি (মুসলিমদের অনিষ্ট করা হতে) বিরত থাকো, তাহলে তা তোমাদের পক্ষেই কল্যাণকর, আর যদি পুনরায় তোমরা এমন কাজ কর, তাহলে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দিব, আর তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনই উপকারে আসবে না। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন।
আল হাদিস
খোৎবা চলাকালীন সময়েও দু’রাকা’আত আদায় না করে বসবে না
জাবের বিন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “জুম’আর দিনে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খোৎবা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি মসজিদে এল, তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল: না। তিনি বললেন: উঠ দু’রাকা’আত আদায় করে নাও।”
[বুখারী: ৯৩০]
বাংলাদেশ সময়: ১১:৩০:৩৫ ৫৮৮ বার পঠিত