ঢাকায় দেশীয় হস্তশিল্প মেলা শুক্রবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় দেশীয় হস্তশিল্প মেলা শুক্রবার
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ হারিয়ে যাওয়া দেশীয় শিল্পকে পুনরুদ্ধার ও পরিচিত করে দেওয়ার জন্য দেশীয় শিল্প নিয়ে মেলার আয়োজন করেছে মুজিক্রাফট বাংলাদেশ। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে এই মেলা শুরু হবে বলে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কন্ফারেন্স লাউঞ্জে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুজিক্রাফট বাংলাদেশের পরিচালক ও প্রধান নির্বাহী লোরি এ ইমদাদ। মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।মেলাটির আয়োজন করছে মুজিক্রাফট বাংলাদেশ। এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী লরি এ ইমদাদ বলেন, হারিয়ে যাওয়া দেশীয় শিল্পকে সর্বসাধারণের সামনে তুলে ধরার জন্য আমাদের এ উদ্যোগ। এ মেলার মাধ্যমে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের সাথে সাধারণ জনগণের যেমন পরিচয় ঘটবে তেমনি হারিয়ে যাওয়া থেকেও রক্ষা পাবে এসব পণ্য। পাশাপাশি এসব পণ্য ব্যবহার ও আমদানি-রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মেলার মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া শিল্পের সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মেলায় ৩১টি স্টল থাকবে। এসব স্টলে থাকবে দেশীয় অলংকার, পাটশিল্প, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, চামড়াশিল্পসহ কটন, খাদি, জামদানি প্রভৃতি পণ্য সামগ্রী। এ মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন দরে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেবে স্টলগুলো। এসব স্টল ঘুরে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লরি এ ইমদাদ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৩   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ