মোকতাদির চৌধুরীর গণসংযোগে জনগণের ঢল

প্রথম পাতা » চট্টগ্রাম » মোকতাদির চৌধুরীর গণসংযোগে জনগণের ঢল
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী দিনরাত গণসংযোগ করে যাচ্ছেন। তাঁর প্রতিটি গণসংযোগে গণজোয়ার তৈরী হচ্ছে - যেন জনসমুদ্র । এ সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে মোকতাদির চৌধুরী নৌকা মার্কায় ভোট চান। মোকতাদির চৌধুরীর পথসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে তরুণ সমাজও স্বতঃস্ফূর্তভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন।

এলাকার জনগণের সাথে কথা বলে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ইতিহাসে মোকতাদির চৌধুরী ঊজ্জ্বল এক নাম। স্বাধীনতার স্বপক্ষে আজীবন সংগ্রামী, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তচিন্তার এ মানুষটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক উচ্চতায়। তাঁর সুযোগ্য নেতৃত্ব, ক্ষুরধার রাজনৈতিক জ্ঞান আর অসামান্য সাংগঠনিক দক্ষতা ব্রাহ্মনবাড়িয়ার রাজনীতি অতীতের যেকোন সময়ের তুলনায় এখন আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্ত ভিতের উপর অবস্থান করছে।

এলাকাবাসী জানান, মোকতাদির চৌধুরী পর পর দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন এবং জনগণের ভাগ্যন্নোয়নে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। তিনি সংসদ সদস্য হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায় বিগত ৮বছরে প্রায় চার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন - যা আজ দৃশ্যমান। এসকল সুযোগ সুবিধা ভোগ করছে তৃণমূলের সাধারণ জনগণ।
মোকতাদির চৌধুরী ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক ও নিরাপদ নগরীতে রুপান্তর করেছেন। ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকতাদির চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১০   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ