স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শূণ্যপদে ডাক্তার নিয়োগের সুপারিশ : সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শূণ্যপদে ডাক্তার নিয়োগের সুপারিশ : সংসদীয় কমিটি
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭



---কলেজ হাসপাতালগুলোর শূণ্যপদে দ্রুত ডাক্তার নিয়োগের মাধ্যমে জনগণকে সর্বোত্তম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৭৩ তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, ডা. মো. রুস্তম আলী ফরাজী, পঞ্চানন বিশ্বাস, মো. মোসলেম উদ্দিন, মইন উদ্দিন খান বাদল ও ওয়াশিকা আয়েশা খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) প্রয়োজনের অতিরিক্ত এক্সরে ফিল্ম কিনে এক কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা অপচয়ের সাথে জড়িতদের চিহ্নিত করতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটি আরো জানায়, বৈঠকে ওই অপচয়ের ঘটনা তদন্তে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটি মেডিকেল কলেজগুলোর বিভিন্ন প্রকল্পের অব্যয়িত অর্থ ১৫ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমাদানের সুপারিশ করেছে। সরকারি মেডিকেল কলেজগুলোয় ইউজার ফি হিসেবে আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি মহাহিসাব নিরীক্ষকের মাধ্যমে কমিটিতে পৌঁছাতে বলেছেন সদস্যরা।
বৈঠকে মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের- স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেল কলেজগুলোর ইস্যুভিত্তিক ১১টি অডিট আপত্তির নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি আলোচ্য আপত্তিগুলো ৩০-৬০ কর্মদিবসের মধ্যে নিস্পত্তি করারও সুপারিশ করেছে কমিটি।

বাংলাদেশ সময়: ২১:১৯:৩৯   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ