
জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ (২১রংপুর-৩)- কে জাতীয় সংসদের কার্য়প্রণালী- বিধি’র ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা ও “বিরোধী দলীয় নেতা এবং উপনেতা ( পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯” মোতাবেক ১৮ লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ-সংদস্য গোলাম মোহাম্মদ কাদের-কে রিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি স্বীকৃতি প্রদান করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪০:৩১ ৫৭৪ বার পঠিত