সামাজিক নিরাপত্তায় সরকারি কর্মচারীদের নিরলস কাজ করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সামাজিক নিরাপত্তায় সরকারি কর্মচারীদের নিরলস কাজ করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯



---

ঢাকা, ১০ জানুয়ারি, ২০১৯ (নিউজটুনারায়ণগঞ্জ) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, সামাজিক নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি এবং সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি নিরলসভাবে কাজ করে যেতে হবে।
আজ সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে দেশ যে গতিতে এগিয়ে গেছে আগামী ৫ বছর আপনাদের (সরকারি কর্মকর্তা) সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সরকারি কোন কাজ ফেলে রেখে গড়িমসি করা যাবে না। আমাদের ভিশন ২০২১ পূরণ হবার পথেই। ইনশাল্লাহ সামনের লক্ষ ২০৪১ পূরণ হবে।’
অনুষ্ঠানে নতুন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সহোযোগিতা কামনা করে বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, মুক্তিযোদ্ধাদের হাতেই দেশ এগিয়ে চলেছে এবং চলবে। দেশ এভাবে এগিয়ে চললে আগামী ২০৪০ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা উন্নত জাতীতে পরিণত হবো।’
সমাজকল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহান্মদ নুরল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. নাসির ইসলাম, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়াসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩০   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ