
খাগড়াছড়ির রামগড় উপজেলায় এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) নেতা মোহন ত্রিপুরাকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার জগন্নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহন ত্রিপুরা জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, রামগড়ের জগন্নাথপাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জেএসএস নেতা মোহন ত্রিপুরা। এ সময় কতিপয় সশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১১:৫১ ১৭৬ বার পঠিত