নগরীতে সন্ত্রাসী আপেল সহ গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরীতে সন্ত্রাসী আপেল সহ গ্রেফতার ৪
সোমবার, ২৭ নভেম্বর ২০১৭



---ফতুল্লা মডেল থানা পুলিশের জাল থেকে ফঁসকে গেলেও এবার নারায়ণগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী আপেলসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হলো জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

সোমবার (২৭ নভেম্বর) সকাল দশটায় ডিবি’র উপ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আবু সায়েম, আজগরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১১’শ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, জামতলা এলাকার মেজবাহ উদ্দিন খন্দকারের পুত্র আপেল (৪৩), জামসেদ মিয়ার পুত্র বাবু মিয়া (২৫), আবুল হোসেনের পুত্র ফয়সাল (২১) ও আলীম হোসেনের পুত্র মনির হোসেন (৩৫) ।

এব্যাপারে ডিবির পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আপেল জামতলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিতে সে গোটা এলাকায় সিসি টিভি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জামতলাস্থ হীরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আপেল সহ ৪ জনকে ১১’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১৪ তারিখ ২৭-১১-২০১ ইং। পরবর্তীতে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরও জানান তিনি।

এরআগে অনলাইন নিউজ পোর্টাল সময় নারায়ণগঞ্জ.কম সহ একাধিক অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকায় মাদক ব্যবসায়ি আপেলের সিসি ক্যামেরা নিয়ন্ত্রীত মাদক ব্যবসার আদ্যপান্ত ফলাও করে তুলে ধরা হয়।

তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোচরিভুক্ত হওয়ায় সম্প্রতি ফতুল্লা মডেল থানার সিভিল টিমের এসআই শাফিউল আলমের নেতৃত্বে একটি টিম মাদক ব্যবসায়ী আপেলকে গ্রেফতারের জন্য অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আপেল তখন পালিয়ে যায়। এরপর ফতুল্লা পুলিশ আপেল মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য লাগানো সকল সিসি টিভি ক্যামেরা খুলে জব্দ করে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৯:২১:৩৪   ৬১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ