ফতুল্লার ভুইঘর থেকে অজ্ঞাত এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ভুইঘর সিকদার ফিলিং স্টেশনের পেছনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি কামাল উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ভুইঘর সিকদার ফিলিং স্টেশনের পেছনের রাস্তায় এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত নারীর গলায় একটি দড়ি পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনও পরিচয় পাওয়া যায়নি।
.
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৬ ৮০২ বার পঠিত