‘সরকারের একটি পথই খোলা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সরকারের একটি পথই খোলা’
রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭



---বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফসল সরকার ঘরে তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দল, ঢাকা জেলার কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘অনির্বাচিত সরকারের ভাবনা-চিন্তায় একটি পথই উন্মুক্ত রয়েছে। সেটি হলো- খালেদা জিয়াকে আইনের মাধ্যমে সাজা দিয়ে ক্ষমতার দখল রাখা। কিন্তু, আমরা খুব স্পষ্ট করতে বলতে চাই- খালেদা জিয়াকে সাজা দিয়ে আপনারা নির্বাচনী ফসল ঘরে তুলতে পারবেন না। বরং এজন্য আপনাদের চড়া মূল্যে দিয়ে বিদায় নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই আওয়ামী লীগ দেশে রাজনীতি করুক। কিন্তু, তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিক।’

নির্বাচন এলেই খালেদার আতঙ্কে সরকার নার্ভাস হয়ে যায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীনদের ভয়-ভীতির বড় কারণ খালেদা জিয়া ও তার জনপ্রিয়তা। এজন্য সরকার ক্ষমতা ধরে রাখতে দেশকে ভীতির রাজ্যে পরিণত করছে।’

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে করা চুক্তিকে অসম আখ্যা দিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইসুতে বাংলাদেশ সরকার মানুষকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এ চুক্তি ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়।’

‘এই চুক্তির মাধ্যমে প্রতিবেশীকে খুশি করা হয়েছে। তাই চুক্তির সময় এবং এখন পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকার কেবলমাত্র বাংলাদেশ বিক্রি করছে না বরং দেশের আত্মা বিক্রি করে দিচ্ছে’, যোগ করেন আমীর খসরু।

আয়োজক সংগঠনের আহ্বায়ব সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া বেগম ও ইয়াসমিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৭   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ