
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯: আজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) জনাব আবুল হাসানাত আবদুল্লাহ্, এম.পি- এর সভাপতিত্বে কমিটির ২য় সভা জাতীয় সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভূমি সমস্যা সমাধান, সাধারণ প্রশাসন ও আইন-শৃংখলা, অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের কার্যক্রম, লীজকৃত জমির সঠিক ব্যবহার, ভূমি কমিশন আইনের বিধিমালা প্রণয়ন ইত্যাদি গুরত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জমাকৃত আবেদনগুলো বিবেচনায় আনার বিষয়ে আলোচনা হয় উক্ত সভায়।
সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির অপর সম্মানিত সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এম.পি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব জনাব রতন চন্দ্র পন্ডিত, সিনিয়র সহকারী সচিব মিজ রীভা চাকমা উপস্থিত ছিলেন।
পরিশেষে মাননীয় আহ্বায়ক সভায় উপস্তিত ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পার্বত্য চটগ্রাম চুক্তি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৭ ২০৪ বার পঠিত