
বিসমিল্লাহির রাহমানির রাহিম
খাঁটি মুনাফেকের স্বভাব
আব্দুল্লাহ্ বিন আমর বিন ‘আস রাদিয়াল্লাহু ‘আনমা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যার মধ্যে চারটি অভ্যাস বিদ্যমান সে খাঁটি মোনাফেক। আর যার মধ্যে এগুলোর একটি অভ্যাস থাকে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফেকীর একটি স্বভাব থাকে। (১) তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে (২) কথা বললে মিথ্যা বলে (৩) চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে এবং (৪) ঝগড়া করলে অশ্লীল ভাষায় গালাগালি করে।”
[বুখারী: ৩৪, মুসলিম: ৫৮]
আল হাদিস
রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ?
সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম ‘রাইয়্যান’। কেয়ামতের দিন ঐ দ্বার দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া তাদের সাথে আর কেউই ঐ দ্বার দিয়ে প্রবেশ করবে না। বলা হবে: ‘কোথায় রোযাদারগণ?’ সুতরাং তারা ঐ দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সে দ্বার রুদ্ধ করা হবে। ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।”
[বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২, নাসাঈ, তিরমিযী]
বাংলাদেশ সময়: ১২:০৫:২৪ ২২০ বার পঠিত