স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক
রবিবার, ২৪ মার্চ ২০১৯



---

ঢাকা, ২৪ মার্চ, ২০১৯: একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি-এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান এমপি, আ.ফ.ম রুহল হক এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি, মোঃ ইউনুস আলী সরকার এমপি, মোঃ মনসুর রহমান এমপি, মোঃ আব্দুল আজিজ এমপি এবং সৈয়দা জাকিয়া নুর এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
বৈঠকে গোপালগঞ্জে অবস্থিত শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত নষ্ট যন্ত্রপাতি নিজস্ব ব্যবস্থাপনায় মেরামতের সুপারিশ করা হয়।
কমিটি জেলা হাসপাতালগুলোতে বার্ণ ইউনিট চালুকরণ, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে দ্বোরগোড়ায় পৌঁছাতে মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদারকরণ এবং প্রয়োজনীয় লোকবল দ্রুততম সময়ে নিয়োগের সুপারিশ করে।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৮   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ