
ঢাকা, ২৪ মার্চ, ২০১৯: একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি-এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান এমপি, আ.ফ.ম রুহল হক এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি, মোঃ ইউনুস আলী সরকার এমপি, মোঃ মনসুর রহমান এমপি, মোঃ আব্দুল আজিজ এমপি এবং সৈয়দা জাকিয়া নুর এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
বৈঠকে গোপালগঞ্জে অবস্থিত শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত নষ্ট যন্ত্রপাতি নিজস্ব ব্যবস্থাপনায় মেরামতের সুপারিশ করা হয়।
কমিটি জেলা হাসপাতালগুলোতে বার্ণ ইউনিট চালুকরণ, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে দ্বোরগোড়ায় পৌঁছাতে মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদারকরণ এবং প্রয়োজনীয় লোকবল দ্রুততম সময়ে নিয়োগের সুপারিশ করে।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:১৩:৩৮ ১৬৯ বার পঠিত