উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রবিবার, ২৪ মার্চ ২০১৯



---

ঢাকা, ২৪ মার্চ, ২০১৯: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিক সমাজকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে সাংবাদিকরা পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এটুআই ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ কর্মশালার আয়োজন করে।
ফরহাদ হোসেন বলেন, রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, রাজনীতিবিদরা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেন, সরকারি কর্মচারীরা সেগুলো বাস্তবায়ন করে। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কোন অসংগতি থাকলে সাংবাদিকরা তা তুলে ধরেন। ফলে ভুল সংশোধনের মাধ্যমে সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়।
তিনি বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ দেশ-বিদেশের সব তথ্য সাংবাদিকদের মাধ্যমেই সরকারের নীতি-নির্ধারক ও জনগণ জানতে পারছে। ফলে দেশের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের সাংবাদিকতা পেশাকে আরো সমৃদ্ধ করতে সাংবাদিকদের তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রতিও প্রতিমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
পিআইবি’র মহাপরিচালক মীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এটুআই’র প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এছাড়া পিআইবি’র পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভুইয়া, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:২৭   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ