
ঢাকা, ২৯ মার্চ , ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ ও সম্পদ হানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার অগ্নিকান্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন।শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকান্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আরও শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি।
বাংলাদেশ সময়: ১৩:৪৪:১৩ ২০৩ বার পঠিত