মুজিববর্ষ উদযাপনে দেশপ্রেমে উজ্জীবিত হবে নতুন প্রজন্ম - স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুজিববর্ষ উদযাপনে দেশপ্রেমে উজ্জীবিত হবে নতুন প্রজন্ম - স্পিকার
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯



---

নিউজটুনারায়ণগঞ্জঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে। এর মধ্য দিয়ে তরুণরা দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হবে ও ভবিষ্যতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে উৎসাহিত হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও করণীয় সভায় তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় গণপরিষদ, জাতীয় সংসদ, বিভিন্ন সভা সেমিনার ও আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর বক্তব্য প্রদর্শন, প্রচার ও পুস্তিকা সংকলন, বিশিষ্ট দেশি-বিদেশি নাগরিকদের আমন্ত্রণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ ডকুমেন্টারি তৈরি ও প্রদর্শন, জাতীয় সংসদ ভবনকে সুসজ্জিত করা, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন, সংসদে বঙ্গবন্ধু কল্যাণ তহবিল গঠন, সংসদীয় স্থায়ী কমিটিতে মুজিব বর্ষ উদযাপন আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতে শ্রীলঙ্কায় উপসানালয় ও হোটেলে বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দাসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মৃত্যুতে গভীর শোক জানানো হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সামসুল হক চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ , আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবের হোসেন চৌধুরী, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আ স ম ফিরোজ, রুস্তম আলী ফরাজী, উপাধ্যাক্ষ আব্দুস শহীদ, শহীদুজ্জামান সরকার, মির্জা আজম, মেজর (অব.) রফিকুল ইসলাম, মুহাম্মাদ ফারুক খান, মেহের আফরোজ চুমকি, আবুল হাসান মাহমুদ আলী, এ কে এম রহমতুল্লাহ, মোস্তাফিজুর রহমান ফিজার, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, আব্দুল মতিন খসরু, খন্দকার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আলী আশরাফ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. শামসুল ইসলাম টুকু, আ ফ ম রুহুল হক, আবুল কালাম আজাদ, মো. মকবুল হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২:৪১:২৯   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ