পাঠ্যপুস্তকের ভুল-ত্রুটি এ বছরই সংশোধন করা হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » পাঠ্যপুস্তকের ভুল-ত্রুটি এ বছরই সংশোধন করা হবে
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯



---

পাঠ্যপুস্তকের ভুল ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যনদের প্রথম মাসিক সাধারণসভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, কিছুকিছু পাঠ্যপুস্তকে অসঙ্গতি আছে। কোথাও কোথাও সমস্যা আছে। আমরা এ বছর সমস্ত পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি। কাজেই যে সমস্যা আছে সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। সেগুলো সংশোধনের কাজ চলছে। আপনাদের কাছেও যদি অসঙ্গতির খবর থাকে আমাদের জানাবেন। আমরা নিশ্চয় সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।

মন্ত্রী আরো বলেন, এবারের এসএসসি, এইচএসসি পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। যেসব পরীক্ষা রয়েছে সেগুলো ভালোভাবে সম্পন্ন হবে বলে জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র নাছির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবুল নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমূখ।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁদপুর শাখা আয়োজিত ভাষা সৈনিক এম এ ওয়াদুদ স্মৃতি পুরস্কার ও চাঁদপুর ইংলিশ ল্যাঙ্গয়েজ ক্লাব আয়োজিত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সবশেষে শহরের তিন নদীর মোহনায় জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থা আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতার সুরমা অঞ্চলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০২:৪৮   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ