রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।
টানা ১৫ দিনের প্রচার-প্রচারণা এবং প্রার্থীদের নানা প্রতিশ্রুতির পর আগামী পাঁচ বছরের জন্য রংপুর সিটির মসনদ কার হবে সেই সিদ্ধান্ত জানাতে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। প্রায় চার লাখ ভোটার আগামীর নগর পিতা নির্বাচনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেবেন।
এদিকে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকলেও সাড়ে ৭টার দিকে ভোট কেন্দ্রগুলোর বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়। এ সময় ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কমিশন। নির্বাচনের আগের রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত ব্যালট-বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম। মোতায়েন করা হয়েছে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিশেষ করে অনুন্নত ও সংখ্যালঘু এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ শুরু করছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি ওয়ার্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির বিষয়টি জানিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। ৩৩ জন নির্বাহী ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। ৮ সদস্য বিশিষ্ট র্যাবের ৩৩টি দল কাজ করবে নগরীর ৩৩টি ওয়ার্ডে।
নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল আলোচনায় রয়েছেন হেভিওয়েট প্রধান তিন দলের তিনজন।এবারই সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত সদ্য সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও ধানের শীষ নিয়ে বিএনপির কাওসার জামান বাবলা। এছাড়া মেয়র পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় বহিষ্কৃত যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট।
এবারের নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:১০:৩৮ ৩৭২ বার পঠিত