ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ পাঁচজন।
বুধবার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার দয়াপুর গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোচালক আল-আমিন এবং যাত্রী মো. শাহাব উদ্দিন ওরফে হক মিয়া। তারা ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা। তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া শিশু সাকিবসহ আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘন কুয়াশার মাঝে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে কাশিগঞ্জগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় পাঁচজন।
স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার তারাকান্দা থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৩:৪০ ৯৬৭ বার পঠিত