
নোয়াখালীর চাটখিলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সী রাস্তারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌমুহনী থেকে জননী পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। পথে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সিরাস্তারসংলগ্ন স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২২:১৬ ১৫২ বার পঠিত