
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। সোমবার ভোরে বাহারছড়া উত্তর শীলখালি মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— টেকনাফ উপজেলার সাবরাং লেজিরপাড়ার বশির আহমদের ছেলে আবদুর রহমান (৪২) ও রামুর কবির আহমদের ছেলে ওমর ফারুক (৩১)।
র্যাব জানিয়েছে, নিহতরা দীর্ঘ দিন ধরে মাদকের বড় বড় চালান ঢাকায় নিয়ে বিক্রি করতেন। তাদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪৯:৫৭ ১৬৭ বার পঠিত