
ভৈরবে শ্যুটার গান ও গুলিসহ জুয়েল মিয়া (৩৩) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াকান্দি (ইমামনগর) গ্রাম থেকে জুয়েল মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ বিষয়ে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০৮:০৮ ২০৬ বার পঠিত