উপাচার্য নেই। জন্মলগ্ন থেকে উপ-উপাচার্যের পদও শূন্য। কোষাধ্যক্ষের পদটিও খালি রয়েছে আট মাসেরও বেশি সময় ধরে। এই অবস্থায় চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ের প্রায় সাত হাজার ছাত্র-শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য আলী আশরাফের মেয়াদ শেষ হয়েছে গত ৩ ডিসেম্বর। এর পরে দেড় মাসেও নতুন উপাচার্য নিয়োগ হয়নি। কোষাধ্যক্ষের পদ শূন্য গত এপ্রিল থেকে।
উপাচার্য না থাকায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষা স্থগিত হয়ে আছে। আটকে আছে ১০ বিভাগের চূড়ান্ত পরীক্ষার ফলাফল। স্থগিত রয়েছে ১২ বিভাগের পরীক্ষা কমিটি গঠন, পরীক্ষক নিয়োগ না হওয়ায় আটকে আছে ১৯টি পরীক্ষার।
ক্লাস-পরীক্ষা শেষ হলেও উপাচার্যের অনুমতি ছাড়া নতুন করে পরীক্ষায় বসতে পারছেন না আরও পাঁচ-ছয়টি ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বেতন পাচ্ছেন না শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা, প্রশাসনিক ও একাডেমিক কাজও চলছে মন্থর গতিতে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১৭ ও ১৮ নভেম্বর। পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। উপাচার্য না থাকায় কবে পরীক্ষা হবে সেটাও বলতে পারছে না কেউ।
অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্লাস শুরু করে দিয়েছে সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। ফলে দৃশ্যত ২-৩ মাসের সেশনজট নিয়ে নবীনদের ক্লাস শুরু করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নতুন উপাচার্য আসলে প্রথম কাজই হবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয়া। তবে কবে উপাচার্য আসবেন এমনটা নিয়ে ধোঁয়াশা যেন আর কাটছে না।
বাংলা বিভাগের শিক্ষার্থী তাইয়্যেবুন মিমি বলেন, ‘অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আসা উচিত। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয় সবদিক থেকে ঝিমিয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে এসময় অচল হয়ে পড়বে বিশ্ববিদ্যালয়।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। অভিভাবক ছাড়া একটি পরিবার চলে কী করে? স্বাভাবিক ভাবে কোন কাজই করা যাচ্ছে না।’
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় সকল প্রশাসনিক কাজ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলছে না, বেতন হচ্ছে না। তাই উপাচার্য নিয়োগ হওয়া জরুরি।’
বাংলাদেশ সময়: ১২:৫০:৫২ ৩২০ বার পঠিত