মেয়র আইভি কে দেখতে গেলেন ল্যাব এইডে সাংবাদিক ইব্রাহীম খলিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র আইভি কে দেখতে গেলেন ল্যাব এইডে সাংবাদিক ইব্রাহীম খলিল
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮



---রবিবার সন্ধ্যায় নিউজ২নারায়ণগঞ্জডটকম এর প্রকাশক ও সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল মেয়র আইভি কে দেখতে যান ল্যাবএইড হাসপাতালে ।এ সময় আহাম্মদ আলী রেজা উজ্জ্বল তাকে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে যান । নারায়নগঞ্জ জেলার সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন মেয়র আইভী, উপস্থিত ছিলেন নাসিক সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির ,ও নারায়ণগঞ্জ থেকে আগত সুশীল সমাজের ব্যাক্তিবর্গ পেশাজীবি গন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল বলে জানা গেছে। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন মেয়রকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। গতকাল শনিবার আরেক দফা সিটি স্ক্যান ও এমআরআই করা হয়। গতকাল শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকগণ জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা আগের চাইতে বেশ ভালো। তিনি এখন আশঙ্কামুক্ত। আগামী দু’একদিনের মধ্যে তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডা. বরেণ চক্রবর্তী শনিবার রাতে সাংবাদিকদের বলেন, মেয়র আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মাথার পেছনের আঘাত ছিল। তবে খারাপ কিছু নেই। শনিবার নতুন করে তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এমআরআই রিপোর্টও ভালো। আশা করি, তিনি দু’-একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন। পনের দিন পর আবার তাকে চেকআপের জন্য আসতে হবে। তখন স্থায়ী চিকিৎসার ব্যাপারে বিস্তারিত বলা যাবে। বরেণ চক্রবর্তী আরও জানান, আইভি সেরিব্রাল হ্যামারেজে আক্রান্ত হয়েছিলেন। তার স্বরণশক্তি হ্রাস পেয়েছিল। হঠাৎ করে চাপে পড়লে এমন হতে পারে। অধ্যাপক বরেণ চক্রবর্তী আরও জানান, তাকে আজ রোববার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। তাকে সব রকমের ওষুধ দেয়া হয়েছে। আইভীর চিকিৎসার জন্য গঠিত বোডের্র অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. মাসুদ আনোয়ার (নিউরোসার্জন) ও অধ্যাপক ডা. আবুল জাহেদ (কার্ডিওলজিস্ট)। এদিকে মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, গতকাল শনিবার দুপুরে মেয়রের এমআরআই করা হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ। মেয়র আইভি এখন স্বাভাবিক কথাবার্তাও বলছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ন বিশ্রামে থাকতে বলেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন। এদিকে মেয়র আইভির জন্য গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে ভিড় না করার জন্য তার শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। অন্য কোনো শারীরিক জটিলতাও তার নেই। তবে তার পায়ের একটি অংশে আঘাতের চিহ্ন ও ফোলা আছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। শরীরে স্যালাইন পুশ করার পর তার রক্তচাপও কমে যায়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওইদিন রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ল্যাব এইড হাসপাতালের সিসিইউ-১ এ ভর্তি করা হয়। অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোডের্র তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মেয়র আইভির অসুস্থতা নিয়ে কোন কোন মিডিয়ায় উস্কানীমূলক খবর পরিবেশন করায়, আইভীর সমর্থক ও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২০   ৮৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ