ফরিদপুরে জাঁকজমকভাবে চলছে সরস্বতী পূজা। সনাতন ধর্মমতে, দেবী সরস্বতী- সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। এই জন্য সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে বন্দনা করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রতি বছরের মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা হয়ে থাকে।
এবারও ফরিদপুর জেলার নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোতে সরস্বতী পূজা পালিত হচ্ছে।
উপজেলাগুলোর সাথে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, ইয়াসিন কলেজ, জেলা স্কুল, শ্রীঅঙ্গনসহ বেশ কয়েকটি জায়গায় জাঁকজমকভাবে এ পূজা উদযাপিত হচ্ছে।
ফরিদপুর শহতলীর ভাজনডাঙ্গার এলাকার পূরহিত গণেষ ঠাকুর বলেন, সরস্বতী বিদ্যার দেবী। তাই শিক্ষার্থীরা ভক্তির সাথে পূজাটা করে। এছাড়াও ছেলেমেয়েদের পড়ালেখার ভাল হওয়ার জন্য পিতা-মাতা বা পরিবারের অন্য সদস্যরাও এই পূজায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১২:৩২:৩৯ ১০৬৫ বার পঠিত