রিয়ালের জয়ে জোড়া গোলের পর রক্তাক্ত রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » রিয়ালের জয়ে জোড়া গোলের পর রক্তাক্ত রোনালদো
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮



---লা লিগার ম্যাচে গত রাতে বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচটিতে রিয়ালের হয়ে দুইটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও নাচো। বাকি গোলটি করেন লুকা মদ্রিচ। দেপোর্তিভোর হয়ে একমাত্র গোলটি করেন আদ্রিয়ান।

এদিন জোড়া গোল পেলেও রক্তাক্ত মুখ নিয়ে মাঠ ছাড়তে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ঘটনাটি ঘটে ম্যাচের ৮৪ মিনিটে যখন তিনি তার দ্বিতীয় গোলটি করেন। রোনালদো অবস্থান করছিলেন প্রতিপক্ষ দলের ডি-বক্সের মধ্যে। এমন সময় ভ্যাজকুয়েজের ক্রস থেকে তিনি হেড করেন।

কিন্তু একই সময়ে বলের দিকে পা বাড়িয়ে দেন দেপোর্তিভোর ডিফেন্ডার। বলটি গোল হলেও ডিফেন্ডারের বুটে রোনালদোর চোখের উপরের অংশে কেটে রক্ত বের হতে থাকে। মাঠে সেবা দিলেও রক্ত পড়া বন্ধ না হওয়ায় মাঠ ছাড়েন রোনালদো।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থান থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচ খেলে তাদের বর্তমান পয়েন্ট ৩৫। ২০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে দেপোর্তিভো। ২০ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৩১   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ