প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান : ডেপুটি স্পিকার
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮



---এসডিজি অর্জনের স্বার্থে প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক যে লক্ষ্যগুলো আছে সেগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
সোমবার রাজধানীর তেজগাঁও-এ আয়োজিত ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি : কাজের সুযোগ ও পরিবেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রফেসর ডা. গোলাম রব্বানী’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বার্জার পেইন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধূরী, সীড-এর নির্বাহী পরিচালক দিলারা সাত্তার মিতু, দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মোস্তাফিজ শফিক প্রমুখ।
ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধী মানুষেরা আর বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে থাকবে না। প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে যেসকল কার্যক্রম গ্রহণ করা হয়েছিল বর্তমানে সেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন এবং নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা ট্রাস্ট আইন করা হয়েছে। এই ট্রাস্টের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী মানুষেরা সমাজের বোঝা নয়। অন্য কোন স্বাভাবিক মানুষের থেকে তারা কম নয়। তার প্রমাণ বিশেষ অলিম্পিকে প্রতিবন্ধীরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। সাংস্কৃতিক অঙ্গনেও প্রতিবন্ধী শিল্পীরা সমান ভূমিকা রাখছে। প্রতিবন্ধী মানুষের সমাজে সম-অংশগ্রহণ নিশ্চিত করতে সকল বিবেকবান মানুষদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩৫   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ