ফরিদপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে পিঠা উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে পিঠা উৎসব
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮



---ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কলেজ চত্বরে পিঠা উৎসব হয়েছে। দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজন দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের শিক্ষক প্রফেসর ড. মিজানুর রহমান।

মেলায় বিভিন্ন স্টলে দশনার্থীদের জন্য অর্ধ শতাধিক বিভিন্ন ধরনের পিঠা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- চিতই, পুলি, ভাঁপা, দুধকুলি, ধুপি, রসপাকান, খড়েপাকান, ভাজা পিঠা, নকশা পিঠা, সিরিঞ্জ পিঠা, আদিপাকান, আপেল পিঠা, নাড়ু পিঠা, ডিম পিঠা, নারকেলের চিড়া, তারা পিঠা, পাটিসাপ্টা, সেমাই পিঠা অন্যতম।

পিঠার সমারোহে ভরে উঠে প্রতিটি স্টল। শুধু পিঠার স্বাদ আর নকশারই বৈচিত্র্য নয়, স্টলের নামের ক্ষেত্রেও ছিল ভিন্নতা।

শিক্ষার্থী জাকিয়া তাজিন অন্তর বলেন, আবহমান বাংলার ঐহিত্য সবার মাঝে ছড়িয়ে দিতে পিঠা উৎসবের এই আয়োজন।

সাব্বির হোসেন বলেন, আজকের দিনটি একেবারে অন্যরকম। অনেক আনন্দের, হাজারো মানুষের মিলনমেলার দিন এটি।

দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজনে প্রতিটি স্টলে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থী, অতিথি থেকে শুরু করে নানা বয়সী মানুষ নিয়েছেন বিভিন্ন ভিন্ন পিঠার স্বাদ। হারিয়ে যাওয়া অনেক পিঠার আয়োজন ছিল এই উৎসবে।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষক আবুল কাশেম বলেন, আগের দিনে গ্রামগঞ্জে হরেক রকম পিঠা তৈরি হতো। যান্ত্রিকতার যাতাকলে অবাহমান বাংলা থেকে পিঠার আয়োজন কিছুটা হলেও কমে গেছে। বিশেষ করে এ প্রজন্মের কাছে পিঠার আদি ঐহিত্য ছড়িয়ে দিতে এ আয়োজন আসলেই ভাল লেগেছে।

নারী নেত্রী শীপ্রা গোস্বামী বলেন, এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠা-পুলির সাথে পরিচিতি লাভ করবে। আগামীতে আরও বড় পরিসরে এ উৎসব আয়োজন করার কথা বলেন তিনি।

উৎসবে বন্ধু-বান্ধবীদের আড্ডা, পরিবারের লোকজনের একসঙ্গে বসে মনমাতানো সব পিঠার গন্ধ উপভোগ করা যেন নতুন এক মাত্রা এনে দিয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৪   ৯৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ