টেকনাফে চোরাগুপ্তা হামলায় দিনমজুরকে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে চোরাগুপ্তা হামলায় দিনমজুরকে হত্যা
বুধবার, ২৮ আগস্ট ২০১৯



---

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়ায় শিশুদের বিবাদের জের ধরে চোরাগুপ্তা হামলায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল করিম (৪০)। ২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় হামলার শিকার হন তিনি।

হামলার পর আব্দুল করিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ী এলাকায় প্রতিবেশী মৃত হাসান আলীর পুত্র আব্দুল করিমের মেয়ে রিয়া মনি (৪) এবং ফোরকানের (২১) পুত্র সাইয়্যিদের (৪) ঝগড়া হয়। এর জের ধরে জেরধরে উভয় পিতার মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সূত্রপাত হয়। তা নিরসন হলে যে যার বাড়ি চলে যায়।

এদিকে আব্দুল করিম পুত্র রিয়াজকে নিয়ে বাড়ির মুরগীর ঘর মেরামতের সময় ফোরকান লোহার খুন্তি নিয়ে এসে মাথায় ২টি আঘাত এবং কানের পাশে আঘাত করে অজ্ঞান এবং রক্তাক্ত করে ফেলে চলে যায়। তাকে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় আব্দুল করিমকে চমেকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮আগস্ট (বুধবার) সকাল ৮টার দিকে আব্দুল করিম মারা যায় বলে নিহতের ভাই ছৈয়দ করিম নিশ্চিত করেন।

এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হয়েছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তি ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তানের জনক ছিলেন। এই ব্যাপারে একটি দ্রুত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১২:৫৭:২৫   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ