
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
আটকরা হলেন- টেকনাফের নাজিরপাড়া এলাকার শফিউল্লাহ, সাবরাং করাচিপাড়া এলাকার জায়েদ উল্লাহ, ডেইল্লাহ বিল এলাকার জোবাইর ও হারুনর রশীদ।
বুধবার রাতে ইয়াবাসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা। বলেন, ‘গোপন সংবাদে কোস্টগার্ডের একদল সদস্য ইয়াবা কেনাবেচার খবরে টেকনাফের সাবরাং ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাভর্তি একটি ব্যাগসহ চারজন ইয়াবা কারবারিকে আটক করে। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান তিনি।
উদ্ধার ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।’
বাংলাদেশ সময়: ২০:২৩:২৯ ৫০৬ বার পঠিত