মিয়ানমারের শতাধিক সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমারের শতাধিক সিমকার্ডসহ ৩ রোহিঙ্গা আটক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯



---

মিয়ানমারের সিম পাচারের সহজ পথ হিসাবে বেছে নেওয়া হচ্ছে টেকনাফ স্থল বন্দরকে। মঙ্গলবার বিকেলে মিয়ানমারের ২২২টি সিমকার্ডসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থল বন্দরের প্রধান গেইটে আনসার বাহিনীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। মিয়ানমারের ট্রলারে করে এসব সিম উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হচ্ছিল।

আটক রোহিঙ্গারা হলেন, ট্রলার মাঝি মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে মত, মঙ্গলবার তিন রোহিঙ্গাকে সিম নিয়ে বন্দরের সীমানা পার হবার সময় নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। পরে থানা পুলিশের এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ২২২টি মিয়ানমারের এমপিটি নামে সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধে বাংলাদেশ সরকার সীমান্ত এলাকায় মোবাইল নের্টওয়াক সীমাবদ্ধ করে দেয়। তবে রোহিঙ্গারা নিজেদের মধ্যে যোগযোগ রাখতে মিয়ানমারের সিম এনে বাংলাদেশে ব্যবহার করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২:১২:১৩   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ