‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারী নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারী নিহত
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯



---

টেকনাফে শুক্রবার ভোররাতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারারী নিহত হয়েছে। এসময় বিজিবির ৩ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক, বুলেট ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার বুড়া সিকদার পাড়ার মোস্তাকের ছেলে দিল মোহাম্মদ (২১) ও দিল মোহাম্মদের ছেলে দোস্ত মোহাম্মদ (১৯)। তারা রোহিঙ্গা বলে ক্যাম্পের একাধিক সূত্রের জানা গেছে।

বিজিবি জানায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির একটি টহল দল শুক্রবার ভোররাতে দায়িত্ব পালনের সময় মিয়ানমার হতে আসা লোক বোঝাই একটি নৌকা কিনারায় এলে দুই ব্যক্তি নেমে নিরাপদ অবস্থানে চলে যায়। কাদায় নেমে যাওয়া ব্যক্তিদের ধরার জন্য বিজিবি চেষ্টা করলে নৌকা থেকে তাদের গুলি করা হয়। এসময় বিজিবির ৩ সদস্য আহত হন।

তখন বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে নাফনদীর কিনারায় তল্লাশি চালিয়ে ৭০হাজার ইয়াবা, দেশী বন্দুক, ২ রাউন্ড বুলেট, কিরিচসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৫৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ