
কক্সবাজারের মহেশখালীর কালামারছরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেডিকেল ল্যাব, ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে।এসময় ল্যাব সরঞ্জাম, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মালামালসহ যাবতীয় পণ্য পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার ভোররাতে আগুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কালারমারছরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক বিন শরীফ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে অন্য দিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় যায়। শুক্রবার ভোররাত তিনটার দিকে কালারমারছরার বাজারের আল-হামরা মেডিকেল ল্যাব এলাকায় আগুন ধরে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে ফার্মেসি, ৪টি জেনারেল স্টোর, ২টি ওয়ার্কসপ ও একটি ওয়ার্কসপ মেশিনারীর দোকানে। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সব কিছু পুড়ে যায়।
কালারমারছরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক বিন শরীফ জানান, আগুনে আল-হামরা মেডিকেলের ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ, ফার্মেসির ওষুধ, ৪টি জেনারেল স্টোরের মালামাল, ২টি মোটরসাইকেল ওয়ার্কসপে রাখা নতুন পুরাতন প্রায় ৫টি মোটর সাইকেল, গাড়ির বিভিন্ন মালামাল ও ওয়ার্কসপের বিভিন্ন মেশিনারি পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৪৮ ১৬৯ বার পঠিত