বন্দরে ইয়াবা,ফেন্সিডিল ও বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবা,ফেন্সিডিল ও বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮



--- বন্দর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মাদক বিরোধী অভিযানকালে ৩০ ক্যান বিয়ার, ৬ বোতল ফেন্সিডিল ও ১’শ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, বন্দরের ধামগড় ফাঁড়ী এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস রোববার সন্ধ্যায় থানার নয়ামাটি ভাংতি এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার আব্দুল মোতালিব মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৭)কে গ্রেপ্তার করে।

একই দিনে একই সময়ে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল হাসানসহ সঙ্গীয় র্ফোস দশদোনা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হালুয়াপাড়া এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল-আমিন (৩০)কে গ্রেপ্তার করে। কামতাল তদন্ত কেন্দ্রের অপর এএসআই মোস্তফাসহ সঙ্গীয় র্ফোস রোববার রাতে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ ক্যান বিয়ারসহ একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আজিজুল (৩৩)কে গ্রেপ্তার করে।

এদিকে বন্দর ফাঁড়ী এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় র্ফোস নবীগঞ্জ মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ একই এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী মিলন (৩৮)কে গ্রেপ্তার করে।

এ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসের উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে ফুলহর মসজিদের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁ থানার বাড়ী মজলিস এলাকার মোস্তফা মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সুরুজ (২২)কে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ২০:১৭:১১   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ