রাজশাহীতে বিশেষ অভিযানে ৪১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে এক ছাত্রদল নেতাকে দুটি ককটেলসহ আটক করা হয়েছে। অভিযানে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযান চলে।
ককটেলসহ আটক ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান। তিনি জেলার তানোর পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তানোরের তালন্দ সোমাসপুর গ্রাম থেকে জেলা পুলিশ তাকে আটক করে। তার বাড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। মেহেদীর বাবার নাম আবুল কালাম।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বিশেষ অভিযানে মেহেদীকে আটক করা হয়েছে। খালেদা জিয়ার রায় ঘিরে নাশকতার পরিকল্পনা চালাতে তিনি নিজের হেফাজতে ককটেলগুলো রেখেছিলেন। এ নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা সাতজন, শাহমখদুম থানা পাঁচজন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে আটক করেছে।
এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি। সাতজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্যসহ। এছাড়া মতিহার থানা পুলিশ আবদুর রউফ ওরফে মিলন নামে এক ছাত্রদলকর্মী ও আবদুর রশিদ নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে। শাহমখদুম থানা পুলিশ রুম্মান খন্দকার ও আশিক হোসেন নামে দুই শিবির কর্মীকে আটক করেছে।
ইফতেখায়ের আলম জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে আটকদের বিরুদ্ধেও।
বাংলাদেশ সময়: ১৫:১৮:১৯ ৪০৫ বার পঠিত