
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৯নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় কসবার মন্দবাগ নামক স্থানে এ সংঘর্ষ হয়।
এছাড়াও এ হতাহতের ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৩০:৪৫ ২৫২ বার পঠিত