রাজনীতির দুর্বৃত্তায়নের মানসিকতা থেকে রাঙ্গার মন্তব্য - রাজ্জাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতির দুর্বৃত্তায়নের মানসিকতা থেকে রাঙ্গার মন্তব্য - রাজ্জাক
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯



---

রাজনীতির দুর্বৃত্তায়নের মানসিকতা থেকে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন।

গত রোববার এরশাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন ‘মাদকাসক্ত’ ছিলেন বলে মন্তব্য করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তার দাবি, নূর হোসেন ‘ইয়াবাখোর’, ‘ফেনসিডিলখোর’ ছিলেন।

রাঙ্গার এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘গণতন্ত্রের জন্য আমাদের আকাঙ্ক্ষা যে কত তীব্র ছিল, কত দৃঢ় ছিল সেটি প্রমাণ করে নূর হোসেনের মতো একটি ছেলে তেমন শিক্ষিত না বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সে বুকে যেভাবে লিখে রেখেছিল- স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক। এটি আমি যখন ভাবি আমি নিজে নিজেও তখন খুবই…আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ত্যাগ কতো বড় এবং আমরা কতো সাহসের পরিচয় দিয়েছি, কতো ত্যাগের মানসিকতা নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি।’

তিনি বলেন, ‘তার (নূর হোসেন) প্রতি যে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং তাকে ছোট করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। নূর হোসেনের নাম এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চির স্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের সকলের জন্য সে একটি দৃষ্টান্ত, উদাহরণ। কাজেই এটা বলা ঠিক হয়নি।’

‘তাকে বলা হয়েছে নেশাখোর, ফেনসিডিল খায়, এটা বলা আমি মনে করি খুবই দুঃখজনক। তখন সেই ইয়াবা ছিলই না এবং ফেনসিডিলও অতটা ব্যাপকভাবে প্রচার হয়নি। এটা বলা দুঃখজনক’, বলেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা হয়েছে কেন? বার বার বাংলাদেশে এবং এই অঞ্চলে সামরিক বাহিনী এবং সামরিক স্বৈরাচাররা এসেছে এবং তারা এসে রাজনীতিতে দুর্বৃত্ত ও ব্যবসায়ীদেরকে নিয়ে কলুষিত করেছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই বাংলাদেশে রাজনীতি কলুষিত হয়েছে। আদর্শের রাজনীতি থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি।’

তিনি বলেন, ‘যারা এ ধরনের মন্তব্য করে আমি মনে করি তারা অনেকেই স্বৈরাচারের সাথে জড়িত ছিল এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের সাথেও জড়িত ছিল। সেই মানসিকতা থেকেই এই ধরনের মন্তব্য আসতে পারে।’

জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সঙ্গেই রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা একটা দল তারা আরেকটা দল। পৃথিবীর অনেক দেশেই ক্ষমতা বা রাজনীতিতে ঐক্য হয় কোনো কোনো ইস্যুতে বা আন্দোলনের ইস্যুতে। কিন্তু তাদের সাথে আমাদের আদর্শের অনেক দূরত্ব রয়েছে। এটি সাময়িক কোনো কারণে হয়েছে। সেটা আপনারা বলতেই পারেন। এর অর্থ এই না যে তারা যদি আমার কোনো ঐক্যের কোনো সরকারের কোনো যুক্তফ্রন্ট বা কোনো মহাজোটের কোনো দল যদি ভুল করে বা কোনো রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হয়, সেটা আমরা প্রতিবাদ করব না। অবশ্যই আমরা প্রতিবাদ করব। তাদেরকে সংশোধন হওয়ার জন্য আমরা অবশ্যই বলব।’

মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেখি সে কী করে। সারা জাতি ক্ষোভ প্রকাশ করেছে, তীব্রভাবে প্রতিবাদ করেছে। আমি মনে করি তাদের বোধদয় হবে এবং সুস্থ রাজনৈতিক ধারার সাথে নিজেদেরকে সংহত রাখার চেষ্টা করবে।’

বাংলাদেশ সময়: ১৬:০০:০৩   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ