১০ হাজার পিস ইয়াবা-প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ হাজার পিস ইয়াবা-প্রাইভেটকারসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯



---

রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন-মজিবুর রহমান মৃধা (৪৮), মহসীন হোসেন মৃধা (২৬) ও মোছা. মমতাজ বেগম (৪২)।

ডিএমপির ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিমের একটি দল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকায় আসছে। ওই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর জোনাল টিমের একটি দল সোমবার রাত সাড়ে নয়টায় পশ্চিম নাখালপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারটি আসলে ডিবি পুলিশের পিকআপ দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়া হয়। এ সময় মজিবুর ও মহসীনকে পালানোর চেষ্টাকালে এবং মমতাজকে গাড়িতে বসা অবস্থায় গ্রেফতার করা হয়। মজিবুরের দেহের বিভিন্ন অংশে কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা এবং মহসীনের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

পরবর্তী সময়ে গাড়িতে থাকা মমতাজের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের বাম পাশের দরজার সুইচ বক্সের ভেতর থেকে আরও দুই হাজার পিস উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় বলে জানান মহরম আলী।

একই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাসুদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৮   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ